সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

  © প্রতীকী ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা জানা যাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিষয়টি নিয়ে বৈঠকে করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে জানা গেছে। 

সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। তবে আজ সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রোববার (২ ফেব্রুয়ারি)।

প্রতিবেদন বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে, এশার জামাতের পর তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। তারাবি হবে শনিবার বাদ এশা।

এছাড়াও বাংলাদেশে শনিবার (১ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম এ তথ্য জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ