ভারত

পণের টাকা না পেয়ে গৃহবধূকে এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে নির্যাতন

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে নির্যাতন

এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে নির্যাতন © সংগৃহীত

পণের ১০ লাখ টাকা দিতে না পারায় গৃহবধূকে নির্যাতনের পর এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে রোগাক্রান্ত করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারনপুরে। এ ঘটনায় আদালতের নির্দেশে বধূর শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নির্যাতিত ওই গৃহবধূর বাবার অভিযোগ, টাকা দিতে না পারায় অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। জোর করে তাঁর কন্যাকে এইচআইভি সংক্রমিত সূচ ব্যবহার করে ইঞ্জেকশন দেওয়া হয়। তার পর থেকেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মেডিক্যাল পরীক্ষা করানোর পর জানা যায় মহিলা এইচআইভি পজ়িটিভ। তাঁর স্বামীরও পরীক্ষা করা হলে দেখা যায় তিনি এইচআইভি নেগেটিভ। মহিলার বাবার অভিযোগ, থানার দ্বারস্থ হলেও অভিযোগ নিতে চায়নি তারা। তার পর শেষে আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে মহিলার শ্বশুরবাড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

সাহারনপুরের পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন বলেন, ‘আক্রান্ত মহিলা সাহারনপুরের বাসিন্দা। আমরা তাঁর স্বামী, দেওর, ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টা, বধূ নির্যাতন, ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করার চেষ্টা, বিষপ্রয়োগ করে খুনের চেষ্টা-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।’ শুধু তা-ই নয়, আলাদা ভাবে পণ সংক্রান্ত মামলাও দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

পুলিশ সুপার আরো জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুঙ্খানুপঙ্খ ভাবে তদন্ত করা হবে। ঘটনাটি গত বছরের মে মাসের। নির্যাতিতার বাবা আদালতে জানিয়েছেন, ২০২৩ সালে ফেব্রুয়ারিতে ৪৫ লক্ষ টাকা ব্যয় করে কন্যার বিয়ে দিয়েছিলেন। জামাইকে একটি এসইউভি, ১৫ লক্ষ টাকা নগদও দিয়েছিলেন। অভিযোগ, তার পরেও আরও ১০ লক্ষ টাকা দাবি করে তাঁর কন্যার উপর অকথ্য নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। এক মাসের মধ্যে মহিলাকে বাড়ি থেকে বার করে দেন শ্বশুরবাড়ির লোকেরা। তার পর পঞ্চায়েতের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করার চেষ্টা হয়। আবার মহিলাকে ফিরিয়ে নিয়ে যান তাঁর স্বামী।

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬