ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যেতে পারে: ট্রাম্প

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনও সমঝোতা করতে পারে। আবার সেটা নাও হতে পারে। এমনটাও হতে পারে যে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল।’ স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।

যু্ক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স চলতি সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগে ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্যে আন্তর্জাতিক মহলে আলোড়ন উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন বক্তব্যের মধ্য দিয়ে ঠিক বলতে চেয়েছেন তার চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।   

রুশ আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার কথা স্মরণ করিয়ে দিয়ে এখন ওই সহায়তাকে বিনিয়োগ ধরে রিটার্ন পাওয়ার হিসাব কষছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সে লক্ষ্যে তিনি প্রাকৃতিক সম্পদ যেমন বিরল খনিজ সম্পদের জন্য কিয়েভের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির পরামর্শ দিয়েছেন। 

ট্রাম্প বলেছেন, ‘আমি তাদের (ইউক্রেন) বলেছিলাম যে আমি সমতুল্য জিনিস চাই, যেমন ৫০০ বিলিয়ন ডলার মূল্যের বিরল খনিজ। তারা এতে  সম্মত হয়েছে। ভলোদিমির জেলেনস্কির সরকার ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে যে   নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের সঙ্গে সম্পদ আহরণের জন্য একটি অংশীদারত্ব গঠনের লক্ষ্যে তিনি আলোচনায় যেতে প্রস্তুত। 

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প বার বার দাবি করেছেন যে ২০২২ সালে তিনি ওভাল অফিসে থাকলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ কখনোই ঘটত না। ক্ষমতায় আসার পর তিনি এখন যুদ্ধের দ্রুত সমাপ্তির জন্য চাপ দিচ্ছেন। তিনি এর আগে ইউক্রেনকে দেওয়া বিশাল সামরিক সহায়তা বন্ধ করার অভাস দিয়েছিলেন। 

তবে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটনের কাছ থেকে কঠোর নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছেন। কিয়েভ আশঙ্কা করছে- যে কোনো চুক্তিতে কঠোর সামরিক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত না থাকলে, যেমন ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষা সৈন্য মোতায়েন, ক্রেমলিন নতুন করে আক্রমণের জন্য পুনরায় সজ্জিত হওয়ার সুযোগ পেয়ে যাবে।

সূত্র : আল জাজিরা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence