প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ট্রাম্প

২০ জানুয়ারি ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাতে) তিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে ট্রাম্প যুগ। শপথ অনুষ্ঠানে বিশ্বের প্রায় সব দেশ থেকেই প্রতিনিধিরা যোগ দেবেন। 

গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

অবশ্য গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ২০ জানুয়ারি। আর এর আগেই নিজের প্রশাসন অনেকটাই সাজিয়ে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: টিকটক বন্ধ হল যুক্তরাষ্ট্রে

মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল আগাগোড়া বিতর্কে পূর্ণ। ফলে দ্বিতীয় মেয়াদে তার নেতৃত্বে আগামী চার বছর যুক্তরাষ্ট্র ঠিক কোন পথে চলবে, তা জানতে উৎসুক রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষও।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট, যাকে ৩৪ দফা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল নিউইয়র্কের আদালত। অবশ্য রবিবার থেকেই ওয়াশিংটনে শুরু হয়েছে শপথগ্রহণ-সংক্রান্ত নানা অনুষ্ঠান। এর আগেই রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছেন বহু মানুষ।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই ট্রাম্প বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। গত বছর ভোটের আগে নির্বাচনী প্রচাণায় দেশবাসীকে নানা প্রতিশ্রুতি দিতেও দেখা গেছে তাকে। তবে ওভাল অফিসের দায়িত্ব হাতে পাওয়ার পরে সেগুলো কতটা তিনি বাস্তবায়িত করতে পারেন, সে দিকেই এখন থাকবে সবার নজর।

আরও পড়ুন: পিছিয়ে গেল যুদ্ধবিরতি, গাজায় অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল

কঠোর অভিবাসীনীতি থেকে শুরু করে গর্ভপাতবিরোধী কঠোর আইনের পক্ষেই এত দিন নিজের অবস্থান জানান দিয়েছেন ট্রাম্প। ক্ষমতায় ফিরলে রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসীকে তিনি তাদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন বলেও নির্বাচনী প্রচারণায় দেশের মানুষকে আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে ট্রাম্প রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করেছেন। সেখানেই তিনি বলেছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে থাকছে ইসলামী আন্দোলন, থাকছে জোটেও?
  • ১৫ জানুয়ারি ২০২৬
সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
  • ১৫ জানুয়ারি ২০২৬
বদলি সফটওয়্যার তৈরির চুক্তি শেষ, অপেক্ষা নীতিমালা জারির
  • ১৫ জানুয়ারি ২০২৬
নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্রিকেটাররা
  • ১৫ জানুয়ারি ২০২৬
টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9