ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ AM
ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের ওপরও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘(শুল্ক আরোপের বিষয়টি হবে) পারস্পরিক। যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে। আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি। তারা আমাদের ওপর আরও শুল্ক আরোপ করে। প্রায় সব ক্ষেত্রেই, তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আর আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি না।’
চীনের সঙ্গে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘ভারত ও ব্রাজিল সেই কয়েকটি দেশের মধ্যে রয়েছে, যারা নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে।’
তিনি বলেন, ‘পারস্পরিক’ শব্দটি গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে ভারত, ‘আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না—যদি ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? আপনি জানেন, তারা একটি সাইকেল পাঠায় এবং আমরা একটি সাইকেল পাঠাই। তারা আমাদের ১০০ বা ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে। ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তবে আমরা তাদের ওপরও একই পরিমাণ শুল্ক আরোপ করব।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা
এ ছাড়া এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী হিসেবে ট্রাম্পের মনোনীত ব্যক্তি হাওয়ার্ড লুটনিক বলেন, ‘পারস্পরিকতা ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে। যেভাবে আপনি আমাদের সঙ্গে আচরণ করবেন, আপনাকেও সেই একই ধরনের আচরণের জন্য প্রস্তুত থাকতে হবে।’
গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি তার শপথ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের চেয়ারে বাসার আগেই তিনি ভারত ও ব্রাজিলকে হুমকি দিলেন।