জাতীয় নাগরিক কমিটির নেতা আতাউল্লাহর ওপর হামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ PM
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এ হামলার ঘটনা ঘটে।
হামলা বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাইসহ আমাদের সহযোদ্ধাদের ওপরে হামলা হয়েছে।
আখতার হোসেন জানান, এমন নৃশংস হামলার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ (রবিবার) সন্ধ্যা ৭ টায় বাংলামোটরে নাগরিক কমিটির অফিসের নিচ থেকে বিক্ষোভটি শুরু হবে।