এক দশকে বায়ুদূষণে ভারতে দেড় কোটি মানুষের মৃত্যু: গবেষণা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ PM
ভারতে বায়ুদূষণে প্রতিবছর গড়ে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বায়ুদূষণের কারণে ২০০৯ থেকে ২০১৯ সাল—এই ১০ বছরে প্রায় দেড় কোটি মানুষের প্রাণহানি হয়েছে। ভারতীয় বিশেষজ্ঞদের নিয়ে গবেষণার পর, ভয়াবহ এ তথ্য দিয়েছে মেডিক্যাল-বিষয়ক সাপ্তাহিক জার্নাল ‘দ্য ল্যানসেট’। এ ছাড়া দেশটির ১১০ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র দূষণের মধ্যে বসবাস করে বলে জানিয়েছে তারা।
প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত ভারতের প্রতিটি নাগরিক। প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয় রাজধানী দিল্লি।
২০০৯ থেকে ২০১৯ সাল—এই ১০ বছরে ভারতে মৃত্যু হয় প্রায় দেড় কোটি মানুষের। এত মানুষের প্রাণহানির নেপথ্যে একটাই কারণ, বায়ুদূষণ। গবেষণার ভিত্তিতে ভয়াবহ এই তথ্য দিল মেডিক্যাল-বিষয়ক সাপ্তাহিক জার্নাল দ্য ল্যানসেট। তবে ভারতের মতো বহুমাত্রিক দেশ থেকে প্রকৃত তথ্য বের করে আনা দুরূহ ব্যাপার বলে বলছেন প্রতিবেদনটির গবেষকরা।
আরও পড়ুন: ধর্ষণ নয়, ভারতে ৪ আ.লীগ নেতা যে কারণে গ্রেপ্তার
ল্যানসেটের সঙ্গে গবেষণায় যোগ দেন ভারতের হরিয়ানার অশোকা ইউনিভার্সিটি ও দিল্লির ক্রোনিক ডিজিজ কন্ট্রোলের গবেষকরা। তাদের দাবি, ভারতে সারাবছর বায়ুর মান সূক্ষ্ণ কণা-জাতীয় পদার্থ অথবা পারটিকুলার-ম্যাটার থাকে ২ দশমিক ৫ শতাংশের বেশি। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ঝুঁকিপূর্ণ।
ইন্ডিয়ান ন্যাশনাল অ্যামবিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডসের তথ্যমতে, মাঝারি থেকে তীব্র বায়ুদূষণের মধ্যে বসবাস দেশটির ৮২ শতাংশ মানুষের। যেখানে বাতাসের মান সূচক পিএম ২ দশমিক ৫ শতাংশের চেয়ে বেশি।