জামায়াতে পলিসি সামিট শুরু © টিডিসি ফটো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলিসি সামিট ২০২৬ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা ইন্টারকন্টিনেন্টালে এই সামিট শুরু হয়।
সামিটের শুরুতেই কি নোট উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। এ সময় বিভিন্ন ইস্যুতে জামায়াতের পলিসি তুলে ধরেন তিনি।
জামায়াতের পক্ষ বলা হচ্ছে, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেই মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে হবে গভীর ও গঠনমূলক আলোচনা হবে এই সামিটে।
এতে দেশের প্রখ্যাত চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও মান্যবর কূটনীতিকবৃন্দ অংশগ্রহণ করেছেন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরবেন জামায়াতের নেতারা।