স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ © সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কোরদোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, দেশটি এক গভীর শোকের রাত পার করছে। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তবে পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন।
আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জীবিতদের উদ্ধার করতে গিয়ে তাদের কয়েকটি মরদেহ সরিয়ে নিতে হয়েছে।
স্থানীয় মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘একটি ভয়াবহ দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান।
রেল কর্তৃপক্ষের তথ্যমতে, ট্রেনটি মালাগা স্টেশন ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।