মেডিকেলে কোটা বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তাল দক্ষিণ কোরিয়া

  © সংগৃহীত

আবারও চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজপথ। তবে, এবার সরকার দাবি না মানলে ২৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুমকি দিয়েছে দেশটির চিকিৎসক সংগঠনগুলো। মেডিকেলে কোটা বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় আন্দোলন করে আসছেন সিউলের চিকিৎসকরা। 

অধিক সংখ্যক চিকিৎসক থাকার অর্থ হলো অধিক প্রতিযোগিতা। তাতে আছে আয় কমে যাবার আশঙ্কা। এজন্য সরকারের চিকিৎসক বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে গত এক মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন বর্তমান চিকিৎসকরা। এবার সরকার দাবি না মানলে দক্ষিণ কোরিয়ার ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আগামী ২৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুমকি দিয়েছে। মেডিকেল স্কুলে ভর্তি বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানান তারা। মেডিকেল স্কুলে ভর্তি কোটা পুনর্বিবেচনা করা, অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবার জন্য সরকারের নীতিমালা প্রণয়ন করা এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিধি নিষেধসহ জরিমানা বাতিল করার দাবি জানায় কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

অন্যদিকে, সরকার সতর্ক করে বলেছে, আগামী এক দশকের মধ্যে দেশটিতে চিকিৎসকের তীব্র সংকট দেখা দেবে। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী চো কিও-হং জানান, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবেন। আইন ও নীতি মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। একে চিকিৎসকদের ক্যারিয়ারের পথে বড় ধরনের হুমকি হবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence