চেয়েছিলেন দশের মধ্যে থাকতে, সোয়া লাখ পরীক্ষার্থীর মধ্যে হলেন প্রথম

পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হলেন কিংশুক পাত্র
পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হলেন কিংশুক পাত্র  © ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট পরীক্ষায় প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষার্থী কিংশুক পাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আওতায় স্কুলে পড়তেন তিনি। জয়েন্টে প্রথম হওয়ার পরে তিনি বলছেন, প্রথম ১০ জনের মধ্যে থাকবেন বলে আশা ছিল তার। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হলেন কিংশুক। 

আগামিদিনে কী নিয়ে পড়বেন, সেটা অবশ্য ঠিক করেননি। তবে কম্পিউটার সায়েন্স নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে পড়াশোনার ইচ্ছা আছে বলে। আইআইটিতে ভর্তির জন্য জেইই (অ্যাডভান্সড) পরীক্ষা দিতে হয়। ইতিমধ্যে সে পরীক্ষা হয়ে গেছে। 

এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ৫৩ শতাংশ। মোট ১ লাখ ৪২ হাজার ৬৯৪ জন রেজিস্ট্রেশন করেছিলেন। পরীক্ষা দেন ১ লাখ ১৩ হাজার ৪৯২ জন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের ৮৭ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী ছিলেন।

আরো পড়ুন: রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের শিক্ষার্থীদের মধ্যে পাশের হার ৯৯ দশমিক ৬ শতাংশ। ৬১ হাজার ৮১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। সফল হয়েছেন ৬১ হাজার ৫৭৫ জন। রাজ্য জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চারজন পড়ুয়া আছেন।

চারজন পড়ুয়া আছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই)। আর দু’জন হলেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সামিনেশনের শিক্ষার্থী। খবর: হিন্দুস্তান টাইমস।


সর্বশেষ সংবাদ