২৫০ সরকারি কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  © সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা এবং তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে দেশটির ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অনেকেই আইনশৃঙ্ঘলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। একই সঙ্গে উত্তর আমেরিকার দেশটির সরকারি তিনটি সংস্থার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মার্কিন ফেডারেল প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় নিকারাগুয়ার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ