মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) দেশটির পশ্চিম জাভা প্রদেশে স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি। খবর এনডিটিভির।
দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থার বরাতে এনটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।