মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে চীনপন্থী মুইজ্জুর বড় জয়

ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু
ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু  © এএফপি

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। বড় জয়ের ফলে পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে চীনপন্থী দলটি। পার্লামেন্ট কার নিয়ন্ত্রণে থাকবে, তা নির্ধারণে রোববার ৯ ঘণ্টার বেশি ভোটগ্রহণ চলে।

এরই মধ্যে বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে এএফপির খবরে জানানো হয়েছে। নির্বাচন কমিশন ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে ৬৬টিতে জয় পেয়েছে মুইজ্জুর দল পিএনসি। এ সংখ্যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি।

আরো পড়ুন: গরমে স্কুল বন্ধ না দিয়ে ভিন্ন সিদ্ধান্ত ঝাড়খন্ডে

আগের মেয়েদা পিএনসি ও শরিকদের মাত্র আটটি আসন ছিল। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ভারতবিরোধী অবস্থান প্রকাশ করে বিজয়ী হন মুইজ্জু। তবে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের আপত্তিতে তিনজনের মন্ত্রিসভায় যোগদান আটকে যায়। কয়েকটি বিল পাসেও আপত্তি জানান বিরোধীরা। এখন পার্লামেন্টের নিয়ন্ত্রণ পাওয়ায় তার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence