লিথুয়ানিয়ায় বাংলাদেশ কমিউনিটির ইফতার আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১০:০১ PM
বাংলাদেশ কমিউনিটি অফ লিথুয়ানিয়ার উদ্যোগে পবিত্র মাহে রমজানে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ইফতারের আয়োজনে করা হয়েছে। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের অংশগ্রহণে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল।
শনিবার (০৬ এপ্রিল) ভিলনিয়াসের পাক ফুড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পরে আগত সকলকে নিয়ে সমসাময়িক বিষয়, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিদের নানা সমস্যা এবং কমিউনিটির ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় কমিউনিটির ফাউন্ডার মেম্বার এএম ফরিদ আকতার, আজহারুল আলম অপু, মোহাইমিনুল কাইয়ূমসহ অনেকে উপস্থিত ছিলেন।
কমিউনিটির সভাপতি মেহেদি হাসান রানা বর্তমানে বাংলাদেশে অবস্থান করায় এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করে সকলকে সম্মিলিতভাবে কাজ করে এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে লিথুয়ানিয়ায় বসবাসরত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকলের উজ্জ্বল ভবিষ্যত, সুস্থ জীবনের প্রত্যাশা এবং বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।