মিয়ানমারের জান্তার বিদ্রোহীদের কাছে বড় পরাজয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
মিয়ানমারের সামরিক শাসকরা বিদ্রোহীদের কাছে আরও বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে। তাদের দখল থেকে থাইল্যান্ড সীমান্তের সাথে লাগোয়া গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের কাছে হাতছাড়া হয়েছে। পূর্ব সীমান্তের শহর মায়াওয়ারি শহরের কয়েকশো সৈন্য কারেন আত্মসমর্পণ করেছে। থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের ব্যবসা-বাণিজ্য হয়, তার বেশিরভাগই এ সীমান্ত শহর দিয়ে হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্য বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে মিলে এ শহরে হামলা চালিয়ে আসছিল কারেন বিদ্রোহীরা। শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করেছে, মায়াওয়ারি শহরের ১০ কিলোমিটার দূরে থানগানিয়াং শহরে ব্যাটেলিয়নের আত্মসমর্পণ গ্রহণ করেছে।
কারেন ন্যাশনাল ইউনিয়ন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, অনেক তরুণ যোদ্ধা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দেখাচ্ছে, যা তারা সৈন্যদের কাছ থেকে জব্দ করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর ধারাবাহিক পরাজয়ের এটি সর্বশেষ উদাহরণ।
আরো পড়ুন: মায়ের ফোনে গেম খেলার সময় উধাও ২ লাখ টাকা, অতপর...
গত কয়েক মাসে শান রাজ্যের এলাকা এবং বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বড় এলাকা বিদ্রোহীদের কাছে হারিয়েছে সামরিক জান্তা। হাজার হাজার সৈন্য এর মধ্যেই নিহত অথবা আত্মসমর্পণ করেছে অথবা পালিয়ে গেছে। ফলে দেশের বাসিন্দাদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে জান্তা সরকার।