রাজস্থানে নারী পর্যটককে শূন্যে তুলে ফেলে দিল হাতি

পর্যটককে শুঁড়ে তুলে ধরেছে হাতি
পর্যটককে শুঁড়ে তুলে ধরেছে হাতি  © ভিডিও থেকে নেওয়া

ভারতের রাজস্থানের জয়পুরের আমের দুর্গ হাতিতে চেপে ঘুরছিলেন এক রুশ পর্যটক। মাহুতও ছিলেন। আচমকাই হাতিটি নারী পর্যটককে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে। তাকে বাঁচাতে গিয়ে মাহুতও আহত হন। এ ঘটনায় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণের চেষ্টায় হাতিটিকে বাগে আনা যায়।

আনন্দবাজার জানিয়েছে, এ ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেটির সদস্য যাচাই করা যায়ন। ভিডিওতে দেখা গেছে, রুশ পর্যটককে শুঁড়ে তুলে জোরে ঘোরাচ্ছে হাতিটি। তার পর ছুড়ে ফেলে। হাতির এ কাণ্ড দেখে আশপাশের কয়েকজন এগিয়ে এলেও পর্যটককে উদ্ধার করতে পারেননি। 

আরো পড়ুন: রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ জান্তা নিহত

পুলিশ বলছে, রুশ পর্যটককে পরে উদ্ধার করে সাওয়াই মান সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেঁচে গেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এ ঘটনার পর আমের দুর্গ কর্তৃপক্ষ হাতির পরিষেবা বন্ধ করে দিয়েছে। 

জানা গিয়েছে, হাতিটির নাম গৌরী। আমের দুর্গে ঘুরতে এলে অনেক পর্যটক হাতিতে চেপে ঘোরেন। দীর্ঘ দিন ধরেই এ ব্যবস্থা চালু রয়েছে। দুর্গ থেকেই এ পরিষেবা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ