ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

বার্নার্ড আর্নল্ট এবং ইলন মাস্ক
বার্নার্ড আর্নল্ট এবং ইলন মাস্ক  © সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ইলন মাস্ককে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট। এখন পর্যন্ত ইলন মাস্কের মোট সম্পদের তুলনায় ৩ বিলিয়ন মার্কিন ডলার বেশি সম্পদ নিয়ে প্রথম অবস্থানে আছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ধনীদের তালিকায় এ তথ্য উঠে আসে।

আর্নল্ট বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৭ বিলিয়ন ডলার।

মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজোস। ফোর্বসের তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় মোট সম্পদের পরিমাণ ১১১.১ বিলিয়ন ডলার নিয়ে ১১ তম অবস্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। দেশটির আরেক ধনকুবের গৌতম আদানি মোট সম্পদের পরিমাণ ৭৯.১ বিলিয়ন ডলার নিয়ে ১৬ তম স্থানে রয়েছেন।

বার্নার্ড আর্নল্ট ১৯৪৯ সালে ফ্রান্সের উত্তরে রুবেইক্সে জন্মগ্রহণ করে। প্যারিসের বিখ্যাত প্রকৌশল স্কুল ইকোল পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। অঢেল সম্পদের মালিক হলেও অনেকটা আড়ালেই থাকতে পছন্দ করেন আর্নল্ট। তাই জেফ বেজোস, বিল গেটস কিংবা ইলন মাস্ককে একনামে সবাই চিনলেও আর্নল্টকে সেভাবে হয়ত চেনেন না অনেকেই।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি হলেন:

১. বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার (ফ্রান্স), মোট সম্পদের পরিমাণ ২০৭.৭ বিলিয়ন ডলার

২. ইলন মাস্ক (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার

৩. জেফ বেজোস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার

৪. ল্যারি এলিসন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৪২.২ বিলিয়ন ডলার

৫. মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৩৯.১ বিলিয়ন ডলার

৬. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭.২ বিলিয়ন ডলার

৭. ল্যারি পেজ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭.১ বিলিয়ন ডলার

৮. বিল গেটস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৩ বিলিয়ন ডলার

৯. সের্গেই ব্রিন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২১.৭ বিলিয়ন ডলার

১০. স্টিভ বলমার (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১১৮.৮ বিলিয়ন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence