যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা, বাজেয়াপ্ত হবে সম্পদ

  © সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অন্তত চারজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার দেশ দুটি জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খবর রয়টার্স।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচল করা জাহাজে বেআইনি এবং বেপরোয়া হামলার জন্য হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া অব্যাহত রেখেছে।

আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে, আনসারুল্লাহর চারজন সামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা সাধারণভাবে হুতি নামে পরিচিত এবং হুতিদের সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওই চার ব্যক্তির যুক্তরাজ্যে থাকা সম্পদ বাজেয়াপ্ত হবে। পাশাপাশি তারা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাদের।

আগে থেকে ১১ জন হুতি নেতা এবং হুতিদের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইঙ্গ–মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ আছে।  এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর যেসব ‘অগ্রহণযোগ্য ও বেআইনি’ পদক্ষেপ নেয়া হচ্ছে, তার বিরুদ্ধে হুতিদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা এবারের নিষেধাজ্ঞা।

প্রসঙ্গত, ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।


সর্বশেষ সংবাদ