পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

ক্রিকেটার শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাভেদ
ক্রিকেটার শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাভেদ  © সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আইডি থেকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।

শনিবার (২০ জানুয়ারি) ফেসবুকে দেওয়া ওই পোস্টে নতুন স্ত্রী সানার সঙ্গে বিয়ের ২টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে আল-কোরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘‘এবং আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’’

May be an image of 3 people, beard, wedding and text

সানা জাভেদও বিয়ের পরপরই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পরিবর্তন এনেছেন। এখন তার নাম সানা শোয়েব মালিক। শোয়েবের স্ত্রী সানা মূলত পাকিস্তানের একজন অভিনেত্রী এবং মডেল। তার জন্ম ২৫ মার্চ, ১৯৯৩। পাকিস্তানি এই মডেলের এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে ভারতের খ্যাতিমান টেনিস তারকা সানিয়া মির্জার সাথে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব। তবে নানা কারণে তাদের সম্পর্ক ২০২২ সাল থেকে ভাঙ্গনের সুর তোলে। বিচ্ছেদের স্পষ্ট ঘোষণা না দিলেও শোয়েব মালিকের প্রকাশিত এই দুই ছবি নিশ্চিতভাবেই দুজনের সম্পর্ক শেষের ইঙ্গিত দেয়। সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেছেন সানিয়া। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence