ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে দেশটিতে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গালফ নিউজের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএস এর বরাত দিয়ে তারা আরও জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৭০.৩ কিলোমিটার (৪৩.৬ মাইল) গভীরতায় এই ভূ-কম্পনের উৎপত্তিস্থল।

এর আগে গত মাসে ফিলিপাইনের মিন্দানাওয়ে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তখন স্বল্প মাত্রায় সুনামির সতর্কতা জারি করে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ সংবাদ