যুক্তরাষ্ট্রে অ্যামি জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি শামস

১০ জুন ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ

অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ © নিউজ নর্থইস্টার্ণ

৪৪তম স্পোর্টস অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ। ‘হ্যারি পটার’, ‘ইন্ডিয়ানা জোন্স’ ও 'স্টার ওয়ার্স;র  সঙ্গীত রচনার জন্য পরিচিত জন উইলিয়ামসের মতো কিংবদন্তিদের হারিয়ে তিনি এ জয় পেয়েছেন। জন ক্যাশের কালজয়ী ‘Ragged Old Flag’ সুপার বোল এলভিআইআই অংশে ব্যতিক্রমীভাবে তুলে ধরে  সবার মন জয় করেন তিনি।

শামস আহমেদ বলেন, এটি শুধুমাত্র আমার নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। অ্যামি জেতা একজন অভিবাসী সন্তান হিসাবে বেশ ব্যতিক্রমী। ভিডিওটিতে দেখানো হয়েছে, শিশুরা আমেরিকার জাতীয় সঙ্গীত গাইছে যখন জনি ক্যাশ তার গানটি বর্ণনা করছেন। শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে পুরস্কার জিতে নেয়া কল্পনাও করেননি  শামস।

একজন ব্যবস্থাপক, কণ্ঠ প্রযোজক ও সৃজনশীল পরিচালক হওয়ার সাফল্যের সূচনা হয়েছিল নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে। সেখানে তিনি ফাইন্যান্স অধ্যয়নের সময় অ্যাকাপেলা হেভি-হিটার এবং দুইবারের আইসিসিএ চ্যাম্পিয়ন দ্য নর'ইস্টার পরিচালনা করেছিলেন। দলটি শুরু থেকে খেলার দুনিয়ায় নজর কাড়ে। সূত্র: নিউজ নর্থইস্টার্ণ।

২০১৩ সাল থেকে শামস আহমেদ বোস্টনে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফাইন্যান্সে ব্যস্ত ক্যারিয়ারের সঙ্গে এ কর্মকান্ড চালিয়ে যান। তার মতে, তিনি নিজে বর্ণময় মানুষ।

কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬