সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের আন্তঃসম্প্রীতি বিষয়ক মন্ত্রী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় দেশটির ধর্ম ও আন্তঃসম্প্রীতি বিষয়ক মন্ত্রী মুফতি আব্দুল শাকুর নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইফতারির কিছু সময় আগে মন্ত্রী আব্দুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন।
এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রীর গাড়িতে একটি হিলাক্স রেভো আঘাত করে। যে গাড়িটি মন্ত্রীর গাড়িতে আঘাত করে সেটাতে পাঁচজন ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: এ বছরই সারাদেশে সান্ধ্যকালীন স্বাস্থ্যসেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশটির সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।