কলেজ শিক্ষার্থীদের কত ঘণ্টা ঘুমানো দরকার?

১৮ মার্চ ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাতে নির্ধারিত সময় ঘুম শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দরকারি বলে যুক্তরাষ্ট্রের কার্নগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় প্রকাশ পেয়েছে। ওই গবেষণায় কলেজ শিক্ষার্থীদের কত ঘণ্টা ঘুমানো দরকার সেটিও উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এর ১৩তম কার্যবিবরণীতে কলেজ শিক্ষার্থীদের ঘুম ও একাডেমিক ফলাফল নিয়ে এই গবেষণা প্রকাশ করা হয়।

কার্নগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, শিক্ষার্থীদের মান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ)। আর যে সকল কলেজ শিক্ষার্থী রাতে সাড়ে ছয় ঘণ্টা ঘুমায় তাদের জিপিএ ভালো।

গবেষণার জন্য তিনটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীকে বেছে নেয়া হয়েছিল। ঘুমের ধরন পর্যবেক্ষণ ও রেকর্ড করার জন্য শিক্ষার্থীদের হাতের কবজিতে একধরনের যন্ত্র বা ডিভাইস পরিয়ে দেওয়া হয়েছিল। পরে গবেষকেরা যন্ত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল তুলনা করে দেখেছেন।

গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী রাতে ছয় ঘণ্টার কম ঘুমায়, তাদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ। রাতে এক ঘণ্টা কম ঘুমানোর সঙ্গে জিপিএ কতটা নেমে যেতে পারে, তা-ও পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। 

কার্নগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, রাতের ঘুম কমিয়ে আনার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা লাভের ক্ষমতার ওপর প্রভাব ফেলে। সে কারণে ঘুমের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার।

ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬