শরীয়তপুর স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

২২ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
শরীয়তপুর স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

শরীয়তপুর স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন © টিডিসি ফটো

বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর সদর উপজেলা এর ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ ও আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর সদর  উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা  স্কাউটসের সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন শরীয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া সম্পাদক পদে পুনরায় মনোনীত হন মাহমুদপুর মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সাত্তার মিয়া।

আরও পড়ুন: আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ঢাকা: বাংলাদেশের প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধন কতদূর?

সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুকণ্ঠ ভক্ত, শরিয়তপুর জেলা স্কাউটস সহ-সভাপতি আনোয়ার কামাল, জেলা স্কাউটস  কমিশনার সঞ্জীব  কর্মকার,  জেলা স্কাউটস সম্পাদক শম্ভুনাথ পোদ্দার,  জেলা কাব  লিডার গোবিন্দ দত্ত, উপজেলা স্কাউটের সম্পাদক  আঃ  সাত্তার মিয়া উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ শহীদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীয়তপুর সদর মোঃ মোতালেব হোসেন, সরদার মোঃ কামরুজ্জামান, মোঃ এমদাদুল হক,খন্দকার ফারুক, কোষাধক্ষ্য  মোঃ হায়দার আলী, উপজেলা কমিশনার উপজেলা শিক্ষা অফিসার শরীয়তপুর সদর মোঃ তাজুল ইসলাম ,  নূর হোসেন মিয়া, মাজাহারুল ইসলাম, আবু তালেব হাওলাদার , উম্মে কুলসুম, হাস্না হেনা , মোঃ দেলোয়ার হোসেন , মাওঃ জহিরুল ইসলাম প্রমুখ।

কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদপুর মডার্ন উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার মিয়াকে সম্পাদক, যুগ্ম সম্পাদক হিসেবে সালমা আক্তার, স্কাউট লিডার হিসেবে কমল চন্দ্ৰ শীল, কাব লিডার হিসেবে খায়রুল বাসার, আঞ্চলিক সদস্য হিসেবে মোঃ এমরান হোসেন, সদস্য আব্দুর রাজ্জাক, কবিরাজ আঃ খালেক,  নুরুল হক, রতন, সহযোজিত সদস্য সাঈদ মাহমুদ,  রুহুল আমিন মুন্সি, ইয়াসমিন আকতার, শাহ মোঃ আবু সায়েম, এলটি সদস্য হিসেবে গোবিন্দ চন্দ্ৰ।

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬