টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি

৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি © টিডিসি ফটো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাকে। এবার নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়াল আইসিসি ও ডব্লিউসিএ। মূলত ক্রিকেটারদের ব্যক্তিগত সত্তার অধিকার (নাম, ছবি ও ইমেজ স্বত্ব) ও অংশগ্রহণের শর্তাবলি নিয়ে এই ঝামেলার সূত্রপাত।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউসিএর দাবি আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের কাছে এমন কিছু শর্ত পাঠিয়েছে আইসিসি, যা ২০২৪ সালে দুই পক্ষের সই করা চুক্তির সঙ্গে মিলছে না। খেলোয়াড়দের সংগঠনটির মতে, আইসিসির প্রস্তাবিত নতুন শর্তগুলো অনেক বেশি ‘শোষণমূলক’।

এ বিষয়ে আইসিসিকে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউসিএ। অন্যদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, ওই চুক্তিটি শুধু ৮টি ক্রিকেট বোর্ডের (এনজিবি) জন্য ছিল। বাকি দেশগুলো এই চুক্তির আওতায় পড়বে না।

দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। ভারতে গিয়ে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না যাওয়ায় ওই জায়গায় স্কটিশরা এসেছে। বাকি ১২ দেশের মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও আরব আমিরাতের বোর্ড ডব্লিউসিএকে স্বীকৃতি দেয় না। ফলে, সবাই এই সংগঠনের সদস্য নন।

গত ১৫ জানুয়ারি খেলোয়াড়দের পাঠানো এক মেমোতে ৮টি ক্ষেত্রে অসংগতির কথা তুলে ধরেন ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাট। এর মধ্যে গণমাধ্যমে উপস্থিতি, ড্রেসিংরুমে ঢোকার অনুমতি, খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য ব্যবহার, বাণিজ্যিক লাইসেন্স এবং আইনি বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো আছে।

তবে খেলোয়াড়দের সম্মতির অধিকার নিয়ে মূল ঝামেলা বেঁধেছে। আগের চুক্তি অনুযায়ী, খেলোয়াড়েরা সব বিষয়ে নিজেরা বা সংগঠনের মাধ্যমে দর-কষাকষি করতে পারবেন। কিন্তু নতুন শর্ত অনুযায়ী, এসব ক্ষেত্রে বোর্ড যা বলবে তা–ই হবে।

এ নিয়ে টম মোফাট অভিযোগ করেছেন, আইসিসি ও সদস্য বোর্ডগুলো মিলে খেলোয়াড়দের প্রাপ্য সুরক্ষাগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে। এমনকি খেলোয়াড়দের ‘মালিক’ হতে চাইছে তারা। তিনি মনে করেন, যেসব খেলোয়াড় অপেক্ষাকৃত কম বেতন পান বা অপেশাদার, তাদেরই এই চুক্তির মাধ্যমে শোষণের লক্ষ্য বানানো হয়েছে।

মোফাট বেশ উদ্বেগের সঙ্গে বলেন, ‘আইসিসির এই শর্তগুলো খেলোয়াড়দের অধিকারকে মারাত্মকভাবে খর্ব করছে। বিশেষ করে যাঁরা আর্থিকভাবে দুর্বল, তাঁদের ওপর ভিন্ন শর্ত চাপিয়ে দেওয়াটা খুবই দুঃখজনক। অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টই আয়ের প্রধান উৎস।’

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬