উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আগামী সোমবার (১৭ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসবে ১১ দেশের এই বিশ্বকাপ আসর। প্রথমবারের মতো মর্যাদার এই আসর আয়োজন করছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য দারুণ এক মাইলফলকে পা রাখা।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১ দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২০১২ সালের প্রথম আসরের দুই ফাইনালিষ্ট ভারত ও ইরান এবং চাইনিজ তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার। ২০১২ সালে ভারতের পাটনায় হওয়া প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত; ইরান হয়েছিল রানার্সআপ। পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

এর আগে রবিবার সকালে হয় আসরের ড্র। ১১ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে ৫ দল। ‘বি’ গ্রুপ হয়েছে ৬ দল নিয়ে। স্বাগতিক বাংলাদেশ আছে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে।  

'এ' গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও থাইল্যান্ড, বাংলাদেশ, উগান্ডা ও জার্মানি আছে। অন্যদিকে 'বি' গ্রুপে গতবারের রানার্স-আপ ইরানের সঙ্গে নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার রয়েছে।

১৭ নভেম্বর প্রথম দিনে অনুষ্ঠিত হবে চার ম্যাচ। বেলা তিনটায় উদ্বোধনী ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে বাংলাদেশ।  দ্বিতীয় ম্যাচে নেপাল খেলবে জাঞ্জিবারের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ইরান, তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। আর দিনের শেষ ম্যাচে চাইনিজ তাইপের প্রতিপক্ষ কেনিয়া।

এক নজরে বাংলাদেশ:
# ২০০৫ সালে ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক কাবাডিতে শুরু বাংলাদেশের মেয়েদের। 
# এশিয়ান গেমস: ২০১০ (ব্রোঞ্জ), ২০১৪ (ব্রোঞ্জ), ২০১৮ (সপ্তম), ২০২২ (ষষ্ঠ)।
#দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস): ২০০৬ (ব্রোঞ্জ), ২০১০ (রৌপ্য), ২০১৬ (ব্রোঞ্জ) ও ২০১৯ (ব্রোঞ্জ)।
# এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ: ২০০৫ (ব্রোঞ্জ), ২০২৫ (ব্রোঞ্জ)
# বিশ্বকাপ: ২০১২ (পঞ্চম)

অন্যদিকে ২০১২ নারী কাবাডি বিশ্বকাপে খেলা হয়নি উগান্ডার। বাংলাদেশের আসর দিয়ে বিশ্বকাপ কাবাডিতে পা পড়ছে উগান্ডার মেয়েদের। ‘দ্য শি গ্ল্যাডিয়েটর্স’ নামে পরিচিত উগান্ডা জাতীয় নারী কাবাডি দল আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী। ২০২৩ সালে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের পর ২০২৫ সালেও তা ধরে রেখেছে।

‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন ত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি …
  • ১৫ জানুয়ারি ২০২৬
২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত জোট, কোন দল কতটি আসন পে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নিজেদের ভোট দিয়ে হিসাব নিয়ে ঘরে ফিরতে যুবকদের আহ্বান জামায়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9