নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াফি জান্নাত মাইশা © টিডিসি ফটো
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াফি জান্নাত মাইশা। তিনি কাঁঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা সোমবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার দাবা ইভেন্টে সবার মধ্যে সেরা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাইশা।
ইয়াফি জান্নাত মাইশা কাঁঠালিয়া উপজেলা সদরের বিএনপি নেতা মো. আবদুল হালিম সিকদারের মেয়ে। বুদ্ধি ও মননের খেলায় সাফল্য অর্জন করায় সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। বিশেষ করে দাবা শিক্ষার্থীদের বুদ্ধি, মনোযোগ ও চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে।
চ্যাম্পিয়ন মাইশা জানান, শৈশব থেকেই দাবা খেলার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল দাবাড়ু হয়ে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করার স্বপ্ন দেখছেন তিনি।