ফুটসালে নবযাত্রায় ইরানের ছোঁয়া
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৭ AM
এশিয়ান ফুটসালে সবচেয়ে সফল দল ইরান। আসন্ন এই টুর্নামেন্টের এবারের বাছাইপর্বে তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। এমন প্রতিপক্ষকে সামনে রেখে ইরান থেকেই কোচ আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ৫৯ বছর বয়সী ইরানি কোচ সাঈদ খোদারাহমি। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্ব পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাফুফে। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১০ সাল থেকে এএফসির ফুটসাল ইন্সট্রাকটর হিসেবে কাজ করছেন সাঈদ। ২০১২-২০১৬ পর্যন্ত মিয়ানমারের পুরুষ ও নারী জাতীয় ফুটসাল দলের কোচ ছিলেন তিনি। এশিয়ার বিভিন্ন দেশে ফুটসাল কোচিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি ফুটসাল-বিষয়ক গ্রন্থও রচনা করেছেন ইরানি এই প্রশিক্ষক।
বাংলাদেশ কখনো ফুটসালের পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, একেবারেই নবীন। এজন্য সম্প্রতি একটি উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে, যেখানে প্রাথমিকভাবে ৫৩ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। খোদারাহমি ঢাকায় এসে তাদের মধ্য থেকে আরেক দফা বাছাই করবেন। এরপরই আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। চূড়ান্ত স্কোয়াডে ১৪ জন জায়গা পাবেন।
বাংলাদেশে ইরানী কোচের আগমন নতুন নয়। অতীতেও ইরানী কিংবদন্তি নাসির হেজাজীর মতো কোচরা মোহামেডান ও জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। আবাহনীতেও কাজ করেছেন ইরানী ফুটবলার ও কোচ। এবার সেই ধারাবাহিকতায় ফুটসালেও ইরানের ছোঁয়া যুক্ত হচ্ছে।
ফুটসালে জাতীয় দলের কোচ হতে এএফসির লেভেল-৩ সনদ বাধ্যতামূলক। বাংলাদেশের কারো এটা নেই। ফলে, বাধ্য হয়েই বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। প্রায় প্রতি মাসেই কোচিং কোর্স করায় বাফুফের টেকনিক্যাল বিভাগ। ফুটসাল নিয়ে সামনে কোর্স করানোর পরিকল্পনা ফেডারেশনের।