মেরিন ড্রাইভে শেষ হলো বৈশাখী ট্রায়াথলন

১১ মে ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ২১ মে ২০২৫, ১১:৩৩ AM
মেরিন ড্রাইভে ‘বৈশাখী ট্রায়াথলন’

মেরিন ড্রাইভে ‘বৈশাখী ট্রায়াথলন’ © সংগৃহীত

প্রথমবারের মতো কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে ‘বৈশাখী ট্রায়াথলন’ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি ২০০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় প্রফেশনাল ক্যাটাগরিতে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত চ্যাম্পিয়ন হয়েছেন। এ ছাড়া অ্যামেচার ক্যাটাগরিতে মো. মহিউদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখালে ৭৫০ মিটার দূরত্ব সাঁতার দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এরপর সাইকেলিস্টরা সাইকেল নিয়ে ছুটতে থাকেন। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র; এরই মাঝে দীর্ঘ ২০ কি.মি. লক্ষ্যস্থির করেছিলেন প্রতিযোগীরা। সবশেষে ৫ কি.মি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাঁতার, সাইক্লিং ও দৌড়; এই তিনটি প্রতিযোগিতা মোট এক ঘণ্টা ২৫ সেকেন্ডে শেষ করে মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন হওয়ার পর তার ভাষ্য, এ রকম প্রতিযোগিতা বাড়ানো হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে। এক্ষেত্রে বিদেশি খেলোয়াড়রা আরও বেশি করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং খেলোয়াড় তৈরি হবে।

সেনাবাহিনীর ১০ পতাধিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তিনি বলেন, ‘বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি করার পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। এই ট্রায়াথলন স্থানীয় জনগণ এবং পর্যটকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে।’

প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে দু’জন নারী এবং ১৯৬ জন পুরুষ অংশগ্রহণ করেন। প্রফেশনাল ক্যাটাগরিতে নারীদের মধ্যে ফেরদৌসী আক্তার মারিয়া বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়াও প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারী স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট পেয়েছেন।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9