সাজা ভোগের আশংকায় অধ্যাপকের গোপনে দেশত্যাগ

ড. মো. কামরুল হাসান মামুন
ড. মো. কামরুল হাসান মামুন   © সংগৃহীত

আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা খারাপ পর্যায়ে পৌঁছেছে তার সর্বশেষ লিটমাস টেস্ট হল অনিয়মের সাজা ভোগের আশংকায় একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের গোপনে দেশ ত্যাগ। সংবাদে প্রকাশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক ভিসি রোস্তম আলীর প্রধান সহযোগী সাবেক প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস গোপনে দেশ ছেড়েছেন।

খুন করে, দুর্নীতি করে, টাকা পাচার করে গোপনে দেশ ছাড়ার কথা শুনেছি। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছুটি না নিয়ে গোপনে দেশ ছাড়ার কথা এই প্রথম শুনলাম। অধ্যাপক প্রীতম এই করোনা কালে বেশ ভালো কাজ করেছে।

আরও পড়ুন : বিবর্তন মানবা না তাহলে d/dt মানবা কিভাবে?

বিশ্বের অনেক বরণ্যে শিক্ষক ও গবেষকদের বাংলাদেশের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে এই ভালো কাজগুলো ঢাকার জন্য ক্যামোফ্লেজ। সম্ভবত এইসব ব্যবহার করেই আমেরিকায় যাওয়ার সুযোগ পেয়েছে। এই ঘটনা সত্যিই খুবই এলার্মিং।


সর্বশেষ সংবাদ