শিক্ষকদের অধিকার: প্রতিশ্রুতির ফাঁদে কতদিন?

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
মো. শরীফ হোসেন

মো. শরীফ হোসেন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অথচ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের শিকার তারাই। যুগের পর যুগ ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে গেলেও, প্রতিবারই তাদের কণ্ঠ রুদ্ধ করতে দেওয়া হয়েছে আশ্বাসের গ্লানি। কিন্তু বাস্তবতা কি বদলেছে?

প্রতিশ্রুতির ফাঁদ: শিক্ষকদের সঙ্গে প্রতারণা

প্রতি বছর যখন শিক্ষকদের বেতন বৈষম্য, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, ঈদ বোনাসের দাবি উঠে, তখনই আশ্বাসের ঝড় বয়ে যায়। নীতিনির্ধারকরা প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মুখ দেখে না। বিশেষত জাতীয়করণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও, শিক্ষকদের দাবি উপেক্ষিত থেকে গেছে।

১৯৯৪ সাল থেকে শিক্ষকরা জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। ২০১৮ সালে সরকারের পক্ষ থেকে কিছু নীতিগত ঘোষণা আসলেও, তা কার্যকর হয়নি। বরং ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে বিভিন্ন সময়ে শিক্ষকদের আন্দোলন দমানোর জন্য নানা কৌশল নেওয়া হয়েছে। শিক্ষকরা রাজপথে অবস্থান নিলে, তাদের প্রতি দমন-পীড়ন চালানো হয়েছে।

বৈষম্যের শেকলে আবদ্ধ শিক্ষক সমাজ

বেসরকারি শিক্ষকদের মূল সমস্যাগুলো হলো— সরকারি শিক্ষকদের মতো একই কাজ করেও বৈষম্যমূলক বেতন ও সুযোগ-সুবিধা পাওয়া; বাড়িভাড়া, ঈদ বোনাস, চিকিৎসা ভাতার অভাব; অবসরের পর কোনো পেনশন সুবিধা না থাকা; শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার অভাব।

এই বৈষম্য দূর করার একমাত্র পথ আন্দোলন। তবে শুধু রাজপথে নয়, এই আন্দোলন শুরু করতে হবে শ্রেণিকক্ষ থেকেও। শিক্ষক যদি শিক্ষা প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হন, তবে কেন তাদের অধিকার হরণ করা হবে?

জাতীয়করণ: দয়া নয়, অধিকার

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও মানসম্পন্ন করতে হলে, শিক্ষকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আওতায় আনতে হবে। এটা কোনো করুণা নয়, এটি শিক্ষকদের প্রাপ্য অধিকার।

যতদিন পর্যন্ত প্রতিটি শিক্ষক নিজের অধিকার আদায়ের জন্য বিপ্লবী হয়ে উঠবেন না, ততদিন এই বৈষম্যের শেকল ভাঙা সম্ভব নয়। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, গড়ে তুলতে হবে কঠিন ও সুসংহত প্রতিবাদ। শিক্ষকদের আন্দোলন বন্ধ করা যাবে, কিন্তু তাদের ন্যায্য দাবি বন্ধ করা যাবে না।

আজ সময় এসেছে একযোগে রুখে দাঁড়ানোর। জাতীয়করণ এখন সময়ের দাবি, এবং এটি বাস্তবায়ন করতে হবে এখনই। যদি না হয়, তবে শিক্ষকদের প্রতিবাদের আগুন ধ্বংস করবে বৈষম্যের প্রতিটি দেয়াল।

লেখক: সহকারি শিক্ষক,

আল-আজম হাইস্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ, সিলেট।

সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9