তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের সতর্ক করল এনটিআরসিএ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৯:৫০ AM , আপডেট: ০৪ মার্চ ২০২২, ০৯:৫০ AM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (৩ মার্চ) এনটিআরসিএর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় নিয়োগ চক্রের মাধ্যমে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থা) ৩৪ হাজার ১৮৯ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি তাদের যোগদান শেষ হয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি নিজেদের হিন স্বার্থসিদ্ধির জন্য এনটিআরসিএর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের নাম ও টেলিফোন নম্বর ব্যবহার করে নিয়োগ প্রদানের নামে বিভিন্ন নিবন্ধিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করছে। যা আইননত দন্ডনীয় অপরাধ।’
আরও পড়ুন: বিশেষ গণবিজ্ঞপ্তির ফল সহসাই হচ্ছে না: চেয়ারম্যান
এনটিআরসিএ জানায়, ‘প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের কাছে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। প্রার্থী নির্বাচন, প্রার্থীর বিপরীতে শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন এবং প্রার্থীদের নির্ধারিত প্রতিষ্ঠানে পদায়নসহ সকল কার্যক্রম নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা হয় এবং টেলিটকের মাধ্যমে এসএমএস করে জানিয়ে দেয়া হয়।’
এতে আরও বলা হয়, ‘অসাধু ব্যক্তি/চক্রের পক্ষে কোনো প্রার্থীর অনুকূলে কাজ করার সুযোগ নেই। কোনো ব্যক্তি বা প্রতারকের মিথ্যা আশ্বাসে প্রভাবিত না হওয়ার জন্য এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হলো। এ বিষয়ে এনটিআরসিএর পক্ষ থেকে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’