অক্টোবরের মাঝামাঝি ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল: চেয়ারম্যান

এটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো
এটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো  © ফাইল ফটো

অক্টোবর মাসের মাঝামাঝি ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। রেজাল্ট তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। আশা করছি ১৫ অক্টোবরের মধ্যে এই নিবন্ধনের ফল প্রকাশ করতে পারবো।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যার এনামুল কাদের খান।

তিনি বলেন, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। আমরা সেভাবেই কাজ করছি। রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে। শিগগিরই এটি শেষ হয়ে যাবে। এরপর আমরা চূড়ান্ত ফল প্রকাশ করবো।

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী আমরা প্রার্থীদের কাছে পুলিশ ভেরিফিকেশনের ফরম চেয়েছি। সেটি জেলা অনুযায়ী আলাদা করার কাজ চলছে। এই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই ভি রোল ফরম মন্ত্রণালয়ে পাঠাতে পারেবা।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ভেরিফিকেশন শেষ করতে অনুরোধ করবো। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আমাদের সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।  এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।


সর্বশেষ সংবাদ