এনটিআরসিএ © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান নিয়োগ নিয়ে সাতটি সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মশালায় এ সুপারিশ করা হয়। সুপারিশগুলো লিপিবদ্ধের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তথ্য অনুযায়ী, প্রথম সুপারিশে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) প্রত্যয়ন কর্তৃপক্ষ এর বিদ্যমান আইন ও প্রস্তাবিত সংশোধিত বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান/ সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে আইনগত ও বিধিগত কোন বাধা নেই। ফলে (এনটিআরসিএ)-এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) এর নিয়োগ প্রদান করা যেতে পারে।’
দ্বিতীয় সুপারিশে বলা হয়েছে, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীগণের চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত) এর অনুচ্ছেদ ৩(২), ৩(৩) এবং ৪ এর সংশোধন করতে হবে।’
তৃতীয় সুপারিশে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর ৫ (গ) সংশোধন করতে হবে’ বলে উল্লেখ করা হয়েছে।’
পরবর্তীতে সুপারিশে বলা হয়, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরে বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ এর অনুচ্ছেদ ৪৭ (৭) সংশোধন করতে হবে।’
পঞ্চম সুপারিশে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান/সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) এর নিয়োগ এনটিআরসিএ-এর মাধ্যমে সম্পাদন করতে কোন বাধা নেই। ফলে (এনটিআরসিএ)-এর মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রধান/সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী, সুপার) এর নিয়োগ প্রদান করা যেতে পারে’ বলে উল্লেখ করা হয়েছ।
৬ষ্ঠ সুপারিশে ‘প্রতিষ্ঠানসমূহের প্রধান/ সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান পদনাম ও নিয়োগ যোগ্যতা অক্ষুন্ন রেখে এনটিআরসিএ'র মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পাদন করবে’ বলে উল্লেখ করা হয়।
সপ্তম এবং শেষ সুপারিশে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার), এর নিয়োগের নিমিত্ত প্রস্তাবিত বিধিমালার আওতায় নিবন্ধিত প্রার্থীদেরকে শূন্যপদের বিপরীতে সমসংখ্যক পদে পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য এ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা প্রয়োজন হবে।’