১-১২তম নিবন্ধনধারীদের আইনগত ভিত্তি নেই, ১৩-১৪তমদের নিয়ে যা বলছে এনটিআরসিএ

০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১-১২তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ সংক্রান্ত দাবির আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। একই সঙ্গে সংস্থাটি ১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের নিয়েও বক্তব্য পরিস্কার করেছে সংস্থাটি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘১ম থেকে ১২তম নিবন্ধনের নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে। নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম পরিচালিত হত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ এর ১০(২) অনুযায়ী “কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত, নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হইলে কোন ব্যক্তি কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবেন না।” এ কার্যালয় হতে ১ম থেকে ১২তম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়নপত্র শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। এই প্রত্যয়নপত্র কোনোভাবে চাকুরির নিশ্চয়তা প্রদান করে না। ১ম থেকে ১২ তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব এনটিআরসিএ'র ছিলনা বিধায় ১ম-১২তম নিবন্ধনপ্রার্থীগণের বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত দাবির কোন আইনগত ভিত্তি নেই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ২০১৫ সালের পরিপত্রের মাধ্যমে এনটিআরসিএকে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব অর্পন করার পর নিবন্ধিত প্রার্থীগণ কয়েকটি রিট মামলা দায়ের করেন। সর্বশেষ অবস্থান অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ, ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছর বহাল রেখে সিভিল আপীল নং-৭১/২০২৩ এর রায় ঘোষণা করেন। সিভিল আপীল নং-৭১/২০২৩ এর রায়ের বিরুদ্ধে প্রার্থীগণ কর্তৃক সিভিল রিভিউ পিটিশন নং-১৫/২০২৫ দায়ের করা হয়েছে। সিভিল রিভিউ পিটিশনটি চলমান রয়েছে। এছাড়া, রিট মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ৩৫ বৎসর বয়স নির্ধারণ করা হলে তা চ্যালেঞ্জ করে অনেকগুলো রিট মামলা দায়ের করা হয়। রিট মামলাগুলোর সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং- ৩৯০০/২০১৯ এ সরকার কর্তৃক নির্ধারিত ৩৫ বৎসর বয়স বহাল রেখে মহামান্য আপীল বিভাগ গত ১১ অক্টোবর, ২০২০ তারিখে রায় প্রদান করেন।’

‘১৩তম ও ১৪তম ব্যাচের নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএ তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘নিয়োগের দাবি করে অনেকগুলো রিট মামলা দায়ের করেন ১৩ ও ১৪তম ব্যাচের প্রার্থীরা। মামলাগুলোর সিভিল রিভিউ পিটিশন নং ১৯৫/২০২০। উক্ত রিভিউ মামলার রায়ে প্রার্থীগণের প্রত্যয়নপত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ০৩ (তিন) বৎসর বহাল থাকবে মর্মে রায় প্রদান করা হয়েছে।’

কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9