বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম পেছাচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © টিডিসি সম্পাদিত

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও সেটি পেছাচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হবে। এরপর তিনদিন অর্থাৎ ১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংশোধন করা যাবে। 

এরপর প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয় করতে কিছুটা সময় লাগবে। এছাড়া ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপনের বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম দিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না বলে সূত্রটি জানিয়েছে।

আরও পড়ুন: ৫ হাজার নিবন্ধনধারীর কপাল খুলছে, সভায় বসছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম কিছুটা পেছাচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন না করা পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েও প্রায় পাঁচ হাজার প্রার্থী যোগদান করেননি। এ পদগুলো এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা শূন্য পদের তথ্য নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।


সর্বশেষ সংবাদ