সচিবালয়ের পথে ১৮তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা

সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা
সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা   © টিডিসি ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা তাদের দাবির পক্ষে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার (৭ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীতে অবস্থিত এনটিআরসিএ কার্যালয় থেকে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন তারা।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সেখান থেকে মিছিলটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের দিকে যায়। এবং ভবন ঘেরাও করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে বিপুলসংখ্যক প্রার্থীকে ফেল করানো হয়েছে। তাদের দাবি, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিকেও অংশ নিয়েছেন, তাদের সকলেরই শিক্ষকতার যোগ্যতা রয়েছে।

আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়।’

পরীক্ষার্থীরা জানান, মৌখিক পরীক্ষায় যারা ফেল করেছেন, তাদের সবাইকে উত্তীর্ণ করে সনদ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ