দোকান খোলার সিদ্ধান্ত হয়নি: মালিক সমিতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১২:৫৬ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১২:৫৬ PM
শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকায় সব দোকানপাট বন্ধ রয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্তও দোকান খোলার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মালিক সমিতি।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন বলেন, এখনো দোকান খোলার সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে দোকান খোলা হবে। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে মার্কেট খুলতে। এখন আমরা দোকান মালিকরা বৈঠকে বসবো। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
খাবার দোকানের চেয়ার পাতাকে কেন্দ্র করে দুই কর্মচারীর বিবাদ থেকে ঘটনার সূত্রপাত হয়। এক কর্মচারী তার ঢাকা কলেজের বন্ধুদের নিয়ে আসলে গুজব ছড়ায় মার্কেটে ছাত্ররা হামলা করেছে। এরপর ব্যবসায়ীরা এক জোট হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। পরে ছাত্ররাও ব্যবসায়ীদের ধাওয়া দেয়। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। ছাত্রদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শুধু ছাত্রদের ওপরই টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
আরও পড়ুন- আজ শিক্ষার্থীরা হল ছাড়বেন, আশা অধ্যক্ষের
সংঘর্ষের পর ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও সেটি মানেনি তারা।
এদিকে আজ সকাল থেকেই কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন ছাত্ররা। মার্কেটগুলোর সামনে অবস্থান করছেন ব্যবসায়ীরা। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ১৮ ঘণ্টার পর মিরপুর রোডের এই স্থানে যান চলাচল শুরু হয়েছে। সতর্ক অবস্থানে আছে পুলিশ।