রিকশা চালানোর আড়ালে ছিনতাইকারী, শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রতীকী
প্রতীকী  © ছবি

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগ থেকে সম্প্রতি অনার্স শেষ করেছেন খলিল। রাতে কাজ শেষে মেসে ফেরার পথে রিকশাতে উঠলে রিকশাচালক সেজে ছিনতাইকারী ওই শিক্ষার্থীর কাছে থাকা মানিব্যাগ নিতে চাইলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শিক্ষার্থীর বুকে ও হাতে ছুরিকাঘাত করে রিকশাচালক সেই ছিনতাইকারী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজের ঈদগাহ মাঠের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সাহায্যে পুলিশ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। ছিনতাইকারীর নাম আকরাম হোসেন। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া গরুর খোয়ার এলাকায়।

আরও পড়ুন: মুখ দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেলেন উজ্জ্বল

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মানিব্যাগ না দেয়ায় অনেকক্ষণ ধস্তাধস্তির পর ছুরিকাঘাত করা হয়েছে। তখন শিক্ষার্থীর সজোরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারী রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে। ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি এখন চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে আহত শিক্ষার্থীর বাবা আসাদুজ্জামান আকন্দ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা করেছেন। কাল বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হবে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence