ভালোবাসার দিনে রাস্তায় ফুটফুটে নবজাতকটি কার?

রাস্তার ওপর পড়েছিল নবজাতকটি
রাস্তার ওপর পড়েছিল নবজাতকটি  © সংগৃহীত ছবি

বিশ্ব ভালোবাসা দিবসে লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতকটির কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে পুলিশ নবজাতকটি কারা রাস্তায় ফেলে গেছেন তার সন্ধান চালিয়ে যাচ্ছেন।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় খাদ্য গুদামের পাশের একটি রাস্তার ওপর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সকালে স্থানীয় এক বাসিন্দা দেখেন শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়েছে। ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। তখন তিনি 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' নম্বরে ফোন করে বিষয়টি জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব দাশ কলটি রিসিভ করেন। এরপর সজীব তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।

আরও পড়ুন: বইমেলায় টিকার সার্টিফিকেট ছাড়া খাবার নয়

সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে লালমনিরহাট সদর থানার এস আই রফিকুল ইসলাম ৯৯৯ নম্বরে ফোন জানান তারা একদিন বয়সী (আনুমানিক) নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, শিশুটির অবস্থা বর্তমানে ক্রিটিকাল হওয়ায় তাকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ