শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে নজরদারির প্রয়োজন আছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব হতে হবে। প্রযুক্তির ক্ষেত্রে তাদের দক্ষ হতে হবে। তবে প্রযুক্তির যাতে যথেচ্ছা ব্যবহার না হয় সেদিকটাও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাদের নজরদারির প্রয়োজন আছে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সদর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, যে কোন প্রযুক্তির ভালো মন্দ সব দিকই আছে। আমরা প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতেই হবে। যুগের চাহিদা এবং আমাদের ভবিষ্যতের চাহিদা তাই। সেজন্যই আমাদের শিশুদেরকে একদম শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই হবে। এখনতো কোডিং, প্রোগ্রামিং শিখাতে হবে কম বয়স থেকে। তা না হলে এই চতুর্থ শিল্প বিপ্লবে তারা টিকেও থাকতে পারবে না। অথচ আমরা চাই তারা চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবে। সেকারণে অবশ্যই প্রযুক্তি লাগবে। কিন্তু শিক্ষক, অভিভাবক সবারই একটা নজরদারির ব্যাপার আছে। 

আরও পড়ুন- নজরুল বিশ্ববিদ্যালয়কে জাককানইবি না বলার আহ্বান উপাচার্যের

তিনি বলেন, এটিতো থাকতেই হবে। আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে নজরদারি করি তেমনি তারা যখন প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা করছে সেখানেও একটা নজাদারির বিষয় আছে। কাজেই আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে।

মন্ত্রী বলেন, অতিমারি এমন একটি বাস্তবতা যেটিকে আমাদের স্বীকার করা না করার কোন সুযোগ নেই। এটি বিশ্বব্যাপী কিন্তু একটি ধাক্কা লেগেছে। সব ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রে ধাক্কা লেগেছে। এখন সবারই চেষ্টা-আগামী শিক্ষাবর্ষে সম্ভব হলে যদি অতিমারির ছোবল সেখানেও না পড়ে তাহলে আমরা সেখানে এ ঘাটতিটুকু পুষিয়ে নেয়ার চেষ্টা করবো সেরকম করেই আমাদের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- ৩১ বছর ধরে বন্ধ নির্বাচন, চাকসু এখন ‘বিয়ের ক্লাব’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence