স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা  © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। শনিবার (২৪ জুলাই) বেলা একটায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের দিন এই আসনভুক্ত এলাকা কঠোর বিধিনিষেধের বাইরে থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হবে। এ জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে হবে।

আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় উপ-নির্বাচনের সব কার্যক্রম করোনাভাইরাসের বিধিনিষেধ বহির্ভুত থাকবে।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ নির্বাচন কমিশন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ