কাল থেকে যাত্রী ভর্তি করে চলবে ট্রেন

  © ফাইল ফটো

আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আসন পূর্ণ করে ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর ফলে যাত্রীবাহী ট্রেনের কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রেল মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্রের তথ্যমতে, আগামীকাল বুধবার থেকে যাত্রীবাহী ট্রেনের সব টিকিট বিক্রি করা হবে। মোট আসনের অর্ধেক টিকিট অনলাইনে পাওয়া যাবে। আর বাকি ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। তবে গত ৩১ মে থেকে যাত্রীবাহী ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে সব আসনের টিকিটই বিক্রি করা হবে।


সর্বশেষ সংবাদ