ডা. জাফরুল্লাহর অবস্থা জটিল, আইসিইউতে ভর্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৩:১৫ PM , আপডেট: ১৭ জুন ২০২০, ০৩:৩২ PM
করোনাভাইরাসে বিরুদ্ধে জয় পেলেও নিউমোনিয়া জনিত সমস্যা বেড়ে যাওয়া, কিডনি ফেইলিউর ও ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তিনি নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
বুধবার (১৭ জুন) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং কভিড-১৯ কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ডা. জাফরুল্লাহর অবস্থা এখনও খুব একটা ভালোর দিকে যায়নি। উনার ফুসফুসে যে নিউমোনিয়া, সেটা থেকে এখনও উনি নিরাপদ পর্যায়ে আসেননি। এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছেন তিনি। উনি আইসিইউতে ভর্তি আছেন।
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।