তিন মাস ২৭ দিনে পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা

টাকা গণনার কাজ চলছে
টাকা গণনার কাজ চলছে  © টিডিসি ফটো

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স তিন মাস ২৭ দিন পর খোলা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হলে সেখান থেকে ৩৫ বস্তা টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। বর্তমানে টাকা গণনার কাজ চলছে।

মসজিদ সূত্রে জানা গেছে, দানবাক্স খোলার কাজে প্রায় ৫০০ জনের একটি দল অংশ নিয়েছে। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ গণনায় যুক্ত আছেন।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, তিন মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণনার কাজ করছেন।

এর আগে গত ৩০ আগস্ট পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। সে সময় বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও উদ্ধার হয়। প্রায় সাড়ে ১১ ঘণ্টায় ৫০০ জনের একটি দল ওই টাকা গণনা করেন।

এরও আগে গত ১২ এপ্রিল ১১টি দানবাক্স খুলে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। ওই সময়ও স্বর্ণালংকার, রুপার অলংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। প্রায় ৯ ঘণ্টায় ৪০০ জনের একটি দল তখন গণনার কাজ সম্পন্ন করে।

বর্তমানে কিশোরগঞ্জ শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা হিসেবে পাগলা মসজিদ পরিচিত। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সের আয়তন বেড়ে দাঁড়িয়েছে ৩ একর ৮৮ শতাংশে। সময়ের সঙ্গে সঙ্গে এর খ্যাতি ও ঐতিহাসিক গুরুত্বও বেড়েছে।

দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া এ মসজিদটির নামকরণ করা হয়েছে ‘পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স’। মসজিদের আয়ের অর্থ থেকে বিভিন্ন সেবামূলক খাতে সহায়তাও প্রদান করা হয়।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, ঐতিহ্যবাহী এ মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নামে এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এতে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!