শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনসিসির বিজয় উৎসব র‍্যালি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে বিজয় উৎসব র‍্যালি করে বিএনসিসি
মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে বিজয় উৎসব র‍্যালি করে বিএনসিসি  © টিডিসি

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), শেরপুরের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় উৎসব র‍্যালি, কুচকাওয়াজ ও ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিএনসিসি সদর দপ্তরের নির্দেশনা ও উদ্যোগে সারা দেশের মতো শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে বিএনসিসির মহাপরিচালকের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় একযোগে বিজয় উৎসব র‍্যালির আয়োজন করা হয়।

বেলা ১১টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে বিজয় উৎসব র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের থানা মোড় প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়। র‍্যালিতে শেরপুর সরকারি কলেজ প্লাটুন, শেরপুর সরকারি মহিলা কলেজ প্লাটুন এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্লাটুনের ১০০ জন ক্যাডেটের সমন্বয়ে একটি ব্যান্ড দল অংশগ্রহণ করে। এতে জেলার বিভিন্ন প্লাটুনের এক হাজারেরও বেশি বিএনসিসি ক্যাডেট অংশ নেন।

কর্মসূচির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও মো. আল-আমিন, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি বিএনসিসি প্লাটুন কমান্ডার টিইউও মো. হাবিবুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও তৃষা রাণী সিংহ রায় এবং শেরপুর বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল নুর শাহ খান।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে বিএনসিসির একটি সুসজ্জিত কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। কুচকাওয়াজটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি প্রাঙ্গণ-সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই বিজয় উৎসব র‍্যালি নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence