সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই গ্রেপ্তার

সাইফুজ্জামান শিখরের ছোট আশরাফুজ্জামান হিশাম
সাইফুজ্জামান শিখরের ছোট আশরাফুজ্জামান হিশাম  © টিডিসি

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়েছে।

গ্রেপ্তার হিশাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তার আশরাফুজ্জামান হিশামকে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মাগুরা ও ঢাকায় মামলা রয়েছে।

২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শিখর। এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। তার বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন (মহম্মদপুর-শালিখা) থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন। পুরো মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে শিখরের প্রভাব রয়েছে।


সর্বশেষ সংবাদ