সেই রিয়াদের বাড়ি নির্মাণে কোনো অর্থ দেয়নি আস–সুন্নাহ ফাউন্ডেশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের গ্রামের বাড়ি নির্মাণে আস–সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হয়নি। বাড়িতে পাকা ভবন তৈরির অর্থ নিয়ে তার মা রেজিয়া বেগমের দেওয়া তথ্য সঠিক নয় বলে মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আস–সুন্নাহ ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের রেকর্ড অনুযায়ী ওই ইউনিয়নে আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ, তার বাবা আবু রায়হান, অথবা তার মা রেজিয়া বেগম নামের কেউ আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপকারভোগীদের তালিকায় নেই। রিয়াদ বা তাঁর পরিবারের কারো বিকাশ নম্বরে কোনো লেনদেনও আস–সুন্নাহ ফাউন্ডেশনের রেকর্ডে নেই।
এদিকে রিয়াদের মা রেজিয়া বেগমের দাবি, বন্যার পর সরকারের দেওয়া চার বান্ডিল ঢেউটিন বিক্রি করে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাওয়া ৫০ হাজার টাকা মিলিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন তারা।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন। এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালংকার আনতে। সেসময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।