সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM

© সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ কাঁটাতার পার করে এ ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়।

ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে পুশব্যাক করা ব্যক্তিরা হলেন, মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪),পাবনার চারমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০), হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজালাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৮), একই জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রফির ছেলে আক্কাস আলী (২৮), নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ (২৭), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর নুর ইসলামের ছেলে শাহিন আলী (২৭), পিরোজপুরের ইন্দোরখানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাইর ছেলে আজিল সিপাই (৪৫)।  

আরো পড়ুন: গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে বাকের-জাহিদ, পদ পেলেন আরও যারা

সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে বুধবার রাত ১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটা তারের গেট খুলে তাদের পাঠিয়ে দেয়। পরে তারা শূন্য রেখা পার হয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে এসে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ভোরের সূর্য উঠার সাথে সাথে তারা  বিভিন্ন পরিবহণে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমায়। 

মুজিবনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতে অনুপ্রবেশের দায়ে ওই ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে তাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। পরে আজ বুধবার সকালে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হন তারা। বিষয়টি পুলিশ টের পাওয়ার আগেই তারা সীমান্ত এলাকা ছেড়ে চলে যান। তবে তাদের ধরতে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

পুশব্যাক হওয়া চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম জানান, বহরামপুর জেলে ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে আমাদের কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

আরো পড়ুন: নতুন ৪ কর্মসূচি দিল জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট

আক্কাস আলী জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়।

মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার  বলেন, বিষয়টি শুনেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি। অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কারো কাছে কোন তথ্য পাইনি।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ভোরে কয়েকজন বাংলাদেশিকে পুসব্যাকের কথা শুনেছি। তবে এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ: সীমান্ত
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি-ট্রাক সংঘর্ষ, চার সেনাসদস্য আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেননি বিএনপির নেতাকর্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইবিতে দুই শতাধিক শীতার্তের মধ্যে ‘তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ
  • ১৭ জানুয়ারি ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে নতুন ফিচার
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9